স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্টেশন রোড রবিদাশ পাড়া থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে আঁধা কেজি গাঁজা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার (১৭ নভেম্বর) রাত ৮ টার দিকে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম ও হীরক চক্রবর্তী সহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- বাহুবল উপজেলার উজিরপুর গ্রামের চম্পা লাল রবি দাসের পুত্র বাবুল রবি দাস (৩৫) ও চুনারুঘাটের কালিচুং গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র জলফু মিয়া (৩৫)। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com