স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নানা আয়োজনে দীপ্ত টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক খান। বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, সহকারি পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান দুলাল, একাত্তর টিভির প্রতিনিধি শাকিল চৌধুরী। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘দীপ্ত টিভি হবিগঞ্জে আলো ছড়াচ্ছে। সম্প্রতি অনেকগুলো নিউজ দেখেছি। এতে হবিগঞ্জের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে। ইতিমধ্যে চা-শ্রমিকদের নিয়ে মানবিক প্রতিবেদন সম্প্রচার হয়েছে। চা বাগানে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এগুলোর তথ্য বের করে নিয়ে আসতে হবে। সাংবাদিকদের লেখনি ও টিভিতে প্রচারিত সংবাদ দেখেই আমরা কাজ করি। সংবাদ মাধ্যম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করে। আমরা চাই, দীপ্ত এগিয়ে যাক। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে এর অগ্রযাত্রা শুভ হউক’। পরে প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com