স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর বাইপাস এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজনের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে দোকানপাট সহ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাত ৮ টায় এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, মোহনপুর বাইপাসে অবস্থিত ইয়ামাহা শো-রুমের সেলসম্যান বহুলা গ্রামের সুমনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে মোহনপুর এলাকার ইমাদ ও শিবলু নামে দুই যুবকের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাইপাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আতঙ্কে অনেকেই দোকানপাট বন্ধ করে ফেলেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি আলমগীর কবির বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত আছে।