স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ২ সহোদর সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তানভীর মিয়া (১৭) ও রাসেল মিয়া (৩৫) নামে গুরুতর আহত দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে হাফিজিয়া মাদ্রাসার সাইন বোর্ড সংলগ্ন এ ঘটনা ঘটে। হামলায় অন্যান্য আহতরা হলেন- আব্দুল সহিদ (৪৫), মোঃ ধন মিয়া (২৭), মোঃ আব্দুল ছায়েদ (৩৬), মোঃ আব্দুল্লাহ মিয়া (৫৭), রুবেল মিয়া (২৮), আব্দুল আজিজ (৪৮), নাছির উদ্দিন (২২), শেখ নূর শাহ আলম (১৮)।
আহত শেখ শাহ আলম এর পিতা আব্দুল জাহেদ মিয়া জানান, উপজেলার পশ্চিম ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর গ্রামে হাফেজ আব্দুল হামিদ তারা মিয়ার উদ্যোগে একটি নূরানী মাদ্রাসা নির্মাণাধীন রয়েছে। ওই মাদ্রাসায় নির্মাণ কাজে সহায়তা করছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুল জাহেদ মিয়া ও শাহাব উদ্দিন সহ মাদ্রাসা নির্মাণ কাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। গত ৫ নভেম্বর মাদ্রাসা নির্মাণ কাজে বাঁধা দেন একই এলাকার অনু মিয়া ও আব্দুল আহাদসহ কয়েকজন ব্যক্তি। নির্মাণ কাজ চালিয়ে যেতে হলে তারা ১ লাখ টাকা চাঁদা দাবী করেন। এ ব্যাপারে গত ৬ নভেম্বর হবিগঞ্জ সার্কিট হাউজে অবস্থিত সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। এর জের ধরেই তাদের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।