নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের লোকজন
নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা ছাত্রলীগ নেতা হাসান-আল মামুনের বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলা ও ভাংচুরের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দিন রাতে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ নেতা হাসান-আল মামুনের স্বজনরা জানান, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। ওইদিন রাত ১২টার দিকে ছাত্রলীগ নেতা হাসান-আল মামুনের বাড়িতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ি-ঘর ভাংচুর করে। এ সময় দুর্বৃত্তরা বাড়ি থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় তার পরিবারের ৫ সদস্য আহত হন।
হাসান-আল মামুনের বাবা জালাল মিয়া জানান, হামলার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। তারা আমার বাড়ি থেকে ধান, চাল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।