স্টাফ রিপোর্টার \ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ব্রিটিশ মানবাধিকার কর্মী এবং অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এছাড়া সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এ তথ্য জানিয়েছে।
বার্গম্যান তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং বর্তমানে ভারতে তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় থাকেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়।’
তিনি আরো লিখেছেন, ‘হাসিনার যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কি না তা স্পষ্ট নয়। খবরগুলোতে বলা হচ্ছে, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করার কথা বিবেচনা করছেন, যেখানে তার বোন (শেখ রেহানা) এবং ভাতিজি (টিউলিপ সিদ্দিক এমপি) থাকেন। যাইহোক, যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী সেদেশের বাইরে থেকে আশ্রয় প্রার্থনা করা সম্ভব নয়।’
প্রসঙ্গত, সোমবার ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।