জেলা পর্যায়ে মানবাধিকার রক্ষকদের ত্রৈমাসিক সংলাপ
নিজস্ব প্রতিনিধি ॥ মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়, সেদিকে লক্ষ্য রেখেই কাজ করতে হবে। জেলা পর্যায়ে মানবাধিকার রক্ষকদের ত্রৈমাসিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও সম্পাদক অ্যাডভোকেট মোঃ সাইদুর রহমান। তিনি বলেন- আমাদের দেশে এখন বিভিন্ন ইস্যুতেই মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। হবিগঞ্জ জেলা পরিষদ হলরুমে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা কনভেনার মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে এবং আরেফ আলী মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত এই সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, মোহাম্মদ টিপু সুলতান, সৈয়দ রোকন উদ্দিন। বক্তব্য রাখেন সাংবাদিক এসএম সুরুজ আলী, অ্যাডভোকেট শায়েলা খানম, অপু চৌধুরী, খান রাহাত ফেরদৌস চপল, আতাউর রহমান, সালাহ উদ্দিন রনি, সুজন রায়, শফিকুল ইসলাম, আবুল কাশেম, মুকুল চন্দ্র সরকার, হোসাইন আহমেদ, আমিনুল ইসলাম, ফেরদৌস আরা বেগম, মুনিরা পারভীন, ইভা আক্তার তালুকদার, চম্পা আক্তার, শারমিন সুলতানা, কুহিনুর আক্তার, ফারজানা আক্তার, শুক্লা দত্ত, তহুরা তালুকদার, সাহানা আহমদ, সাইফুল ইসলাম, আজিজুর রহমান, শিমুল আহমেদ, তানিয়া আক্তার প্রমুখ। সংলাপে সম্প্রতি হবিগঞ্জে বিভিন্ন ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয়।