হবিগঞ্জ পৌরসভা মসজিদে জুমার খুৎবায় মাওলানা সৈয়দ আজহার আহমাদ এবাদ
এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোডস্থ পৌরসভা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা সৈয়দ আজহার আহমাদ এবাদ বলেছেন- গণকের ভবিষ্যত বাণী বলতে কিছুই নেই। এটা একটা ধান্ধাবাজী। গণকের ভবিষ্যতবাণী বিশ্বাস করলে কুফুরী করা হবে। তিনি বলেন- সাহাবীগণ (রা.) হচ্ছেন আদর্শ। তাদের বিরুদ্ধাচারণ করা যাবে না। তাদের দোষ ত্রুটি বলা যাবে না। সাহাবীগণের (রা.) মানসম্মান ইজ্জতের হানী হয় তা বলাও যাবে না, সমর্থনও করা যাবে না। যদি কেউ সাহাবীগণকে (রা.) অবজ্ঞা করে তাহলে তার ঈমান থাকবে না। মাওলানা সৈয়দ আজহার আহমাদ বলেন- বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়ানো বিত্তবানদের এখনই সময়। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। তিনি ঈমানদারদের পরিচয় তুলে ধরে বলেন- নামাজ হচ্ছে ইমানদারদের প্রধান বৈশিষ্ট, যারা নামাজ পড়বে না, তারা ঈমানদার হতে পারবে না। মাওলানা সৈয়দ আজহার আহমাদ- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। যারা ছাত্র আন্দোলনে আহত হয়ে চিকিৎসা নিচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।