অনেকেই পলাতক আবার কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গুঞ্জন
স্টাফ রিপোর্টার ॥ বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হওয়ার ৩টি মামলায় হবিগঞ্জ কোর্টের ১০ আওয়ামী লীগপন্থী আইনজীবীকে আসামীভূক্ত করা হয়েছে। আসামীভূক্ত হওয়ার পর থেকে ওই সকল আইনজীবীদের কোর্টে দেখা যাচ্ছে না। গুঞ্জন রয়েছে তাদের কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিন হত্যা মামলার আসামীরা হলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, আওয়ামী লীগ নেতা সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট ফয়জুর বশির চৌধুরী সুজন, আওয়ামী লীগ নেতা (সদ্য পদত্যাগকারী) অ্যাডভোকেট আজিজুর রহমান সজল ও অ্যাডভোকেট আহাদুজ্জামান খান তুহিন।
ছাত্র আন্দোলনে গুলিতে নিহত রিপন শীলের মা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায়, সিলেটের বাসিন্দা বিদ্যুতকর্মী মোস্তাক আহমেদ নিহতের ঘটনায় শহরের উমেদনগরের এসএম মামুন ও বানিয়াচং উপজেলায় শিশু হাসান মিয়া নিহতের ঘটনায় তার পিতা ছানু মিয়া বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেন। ওই সব মামলায় উপরোল্লিখিতদের আসামীভুক্ত করা হয়।