চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে শুক্রবার বিকেলে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাতছড়ি বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা এটি অবমুক্ত করেন। এর আগে সকালে বন কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় হলদিউড়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন। রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান সাপটির বয়স আনুমানিক ৪ বছর, দৈর্ঘ্য আনুমানিক ১৫ ফিট, বার্মিজ প্রজাতির পাইথন এটি। এটি বাংলাদেশে বিপন্ন প্রজাতির পাইথন।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, দুপুরে খবর আসে উপজেলার শালটিলা সংলগ্ন হলদিউড়া গ্রামে একটি বৃহৎ আকারের অজগর সাপ দেখা যাচ্ছে। লোকজন এটাকে মারার জন্য চেষ্টা করছে। এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং তার সঙ্গীয় বিট কর্মকর্তা তেলমাবিট কর্মকর্তা মিল্টন রায়, সাতছড়ি বিট কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ, হারেস দেববর্মা, রাসেল দেববর্মা ও সিপিজি সদস্য আবুল কালামের সহায়তায় সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। বিকেলে তিনি সাতছড়ি জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com