চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরাও
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর পদত্যাগের দাবীতে শিক্ষক-কর্মচারিবৃন্দ কর্মবিরতি পালন করেছেন। গতকাল রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় কলেজের কর্মরত শিক্ষক-কর্মচারিদের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়। কলেজের প্রভাষক কৃষ্ণ মোহন বণিকের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন প্রভাষক রাজীব কুমার আচার্য্য, নজরুল ইসলাম, অজয় কুমার দাশ, দেলোয়ার হোসেন, কাউছার আহমেদ, অফিস সহকারী হাফিজুর রহমান, আলমগীর চৌধুরী ও তাফাজ্জুল হক প্রমূখ।
প্রভাষক কৃষ্ণ মোহন বণিক বলেন- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর নানা অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাত, স্বেচ্ছাচারিতা, শিক্ষক-কর্মচারিদের সাথে অশোভন আচরণের অভিযোগের তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ার পরও অদ্যাবধি কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে দিন দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের অত্যাচার দুর্নীতি এবং শিক্ষক কর্মচারিদের হয়রানির মাত্রা বেড়ে যাচ্ছে। কারণে অকারণে আমাদেরকে চাকুরীচ্যুত করার হুমকির উদ্ভব পরিস্থিতিতে আমরা তার পদত্যাগের দাবীতে কর্মবিরতি পালন করছি। যতদিন পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলী পদত্যাগ না করবেন ততদিন পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার কঠোর হুশিয়ারি প্রদান করেন তিনি।
অপরদিকে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর পদত্যাগের দাবীতে লাখাই উপজেলার বুল্লা বাজারে ৪র্থ দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা অধ্যক্ষ মোঃ জাবেদ আলী যতদিন পর্যন্ত পদত্যাগ না করবেন ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।