স্টাফ রিপোর্টার ॥ কৃষকের নামে সরকারি কৃষি যন্ত্রপাতি বরাদ্দ নিয়ে অন্যত্র বিক্রি করার অভিযোগ উঠেছে আজমিরীগঞ্জ উপজেলা কৃষি অফিসার বিধান দেবনাথের বিরুদ্ধে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মোঃ বাহারুল চৌধুরী নামে এক কৃষক সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আজমিরীগঞ্জের কৃষি অফিসার বিধান দেবনাথ ২০২২-২৩ অর্থ বছরে সরকারি সুবিধা দেয়ার কথা বলে কৃষকদের নিকট থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে যান। পরবর্তীকে ওই কৃষকদের নামে কম্বাইন হারভেস্টার, রিপার, পাওয়ার থ্রেসার, পটেটোডিগার, সিটার, রাইচ ট্রান্সফরমার, ড্রায়ার বরাদ্দ আনেন। কিন্তু এগুলো কৃষকদের না দিয়ে তিনি গোপনে বিক্রি করে ফেলেন। অভিযোগকারীর দাবি, আজমিরীগঞ্জ উপজেলায় কৃষকদের নামে অসংখ্য কম্বাইন, হারভেস্টার বরাদ্দ হলেও বাস্তবে ৪/৫টি মেশিন দেখা যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কৃষকদের নামে বরাদ্দকৃত মেশিন যন্ত্রপাতি বিক্রি করে বিধান দেবনাথ বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।