লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে সৈয়দা ফাতেমাতুজ যহোরা তানিয়া সেকেন্ড ক্লাস পেয়ে এলএলবি অনার্স সম্পন্ন করেছেন। গত ৩০ জুলাই তার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন সেরেমনি থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও তিনি এডাল্ট কলেজ অফ বার্কিং এন্ড ডেগেনহামে অধ্যয়নরত সময়ে, সেই কলেজের স্টুডেন্ট গভর্ণর (ঝঃঁফবহঃ এড়াবৎহড়ৎ/এঝ) নির্বাচিত হয়েছিলেন। সৈয়দা তানিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারে জন্মগ্রহন করেন। তার দাদা সৈয়দ সাঈদ উদ্দীন আহমেদ পাকিস্তান আমলের সিলেট বিভাগের প্রথম আইনজীবী ছিলেন এবং তৎকালীন সরকারের পার্লামেন্ট সদস্য (এমএনএ) ছিলেন। এছাড়াও তার পিতা সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর ছিলেন একজন কিংবদন্তি নেতা। একাধারে টানা ৭ বার (আমৃত্যু) নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবা সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীরের মৃত্যুর পর তার ভাই বর্তমানে নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আমরা সকলেই আশাবাদী সৈয়দা ফাতেমাতুজ যহোরা তানিয়া, ঠিক তার পূর্ব পুরুষেরা যেভাবে মানব সেবা করেছেন বা মানব সেবায় অবদান রেখে গেছেন, তিনি তাদের অনুসরণ করে যাবেন। আমরা সকলেই তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। যেন তার পারিবারিক ইতিহাস আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন।