নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই বাংলাদেশ অধিবাসী এবং সবার নাগরিক অধিকার অধিকার সমান” শীর্ষক সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এফ এ এম শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদীশপুর চা বাগান ব্যবস্থাপক আমিনুল ইসলাম ফকির, নোয়াপাড়া চা বাগান সহকারী ব্যবস্থাপক সোহাগ মাহমুদ, নোয়াপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হিমাংশু চন্দ্র দেব, নোয়াপাড়া বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি শ্যামল দেব, সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মিজানুর রহমান।
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মন্তাজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দিন, জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল সরকার, ইউপি সদস্য বাবুল চন্দ্র রেলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিক বরুণ দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নোয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি উদয় শংকর পাল, পূজা উদযাপন পরিষদ নোয়াপাড়া শাখার সাধারণ সম্পাদক অজিত বিশ্বাস চাষা, জগদীশপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি পার্থ গোয়ালা, নোয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মনি বাউরী, মনমোহন দাস, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল চন্দ্র দাস, শিক্ষক রূপম বণিক, সম্রাট আহমেদ, যুব সমাজের প্রতিনিধি সাইফুল তালুকদার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব হাসান, ব্যবসায়ী নিপেন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলু মিয়া, ইউপি সদস্য শ্যামলী রাণী দেব, সোমা রেলী, সাফিয়া খাতুন, হারিছ উদ্দিন লালু, বাবুল চৌহান, দুলাল ঘোষ, মোঃ সহিদ মিয়া, মোঃ খসরু মিয়া, মোঃ ইসলাম উদ্দিন, আই বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম, বিএনপি নেতা খায়ের উদ্দিন, রফিকুল ইসলাম আবু সর্দার, খ্রিস্টান সম্প্রদায়ের নেতা নিহার পাত্র, অজিত পাল, অজয় পাল, সমীরন পাল, বৈকুণ্ঠপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গেনু কেউট, ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিনিধিসহ নানা পেশার মানুষ।
প্রধান অতিথি আলহাজ্ব এস এফ এ এম শাহজাহান বলেন, বাংলাদেশ যাদের জন্ম আমরা সবাই বাঙালি, আমাদের ধর্ম বা জাতি দিয়ে কোন বিভেদ সৃষ্টি করা উচিত নয়। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। দেশ নতুন আঙ্গিকে বৈষম্য বিহীন সকল নাগরিক দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এক হয়ে কাজ করতে হবে।
সভার সভাপতি ৯নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল ইউনিয়নের সার্বিক মঙ্গল কামনা এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।