স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে দীর্ঘদিন জাতির ঘাড়ে চেপে বসা ফ্যাসিষ্ট সরকারের প্রধান পালিয়ে গেলেও তার দোসররা এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা বিধান করতে হবে। আমরা হিন্দু-মুসলমান মিলে-মিশে আনন্দ উপভোগ করে থাকি। আমাদের সম্প্রতির বন্ধন অটুট রাখতে হবে। সস্ত্রাসী বা দুস্কৃৃতিকারীরা কোন দলের বা গোষ্টির না। তাদের প্রতিহত করতে প্রতিটি পাড়া-মহল্লায় ছাত্র-জনতা মিলে কমিটি গঠন করতে হবে। তিনি বৃহস্পতিবার উপজেলার বুল্লা, ছাতিয়াইন, তেলিয়াপাড়া, শাহপুর ও নোয়াহাটি বাজারে ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালিন সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমাদের এ দেশটাকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য এ সরকারকে সহযোগিতা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বির্নিমাণে সকলকে একযোগে কাজ করতে হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমূখ।