আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে সহিংসতার প্রতিবাদ জানিয়ে আমজনতা বিক্ষোভ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের দিন থেকেই কিছু দুর্বৃত্ত আজমিরীগঞ্জে বিভিন্ন জায়গায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। দুর্বৃত্তরা অনেক দোকানে হামলা চালিয়ে জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আতঙ্ক ছড়িয়ে পরে সারা আজমিরীগঞ্জ জুড়ে। সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কে বাজারে দোকান বন্ধ করে দেন। লুটপাটের ভয়ে দোকান খোলেননি অনেক ব্যাবসায়ী। দোকানপাট বন্ধ থাকায় সাধারণ জনগণ পড়েন বিপাকে। তিনদিনের তান্ডব থামাতে কয়েকটি গ্রামের লোকজন, বিভিন্ন দলের নেতৃবৃন্দকে নিয়ে ব্যবসায়ীদের সাহস যুগিয়েছেন।
সদর ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি আজমিরীগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মহন তালুকদারকে মিছিলের সমন্বয়ক করে বাজারের প্রতিটি পয়েন্টে ও দোকানে দোকানে গিয়ে দোকান খোলার আহ্বান জানানো হয় ব্যবসায়ীদের। পাশাপাশি তাদের নিরাপত্তায় সর্বাত্বক সহযোগিতার আশ^াস দেয়া হয়। আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট, শুক্রীবাড়ী, ফতেহপুরসহ বেশ কয়েকটি গ্রামের আমজনতা মিছিলে যোগদান করেন। শুক্রবার থেকে সম্পূর্ণভাবে দোকান পাট খোলার জন্য ব্যবসায়ীদের বলা হয়। যদি কোনো ধরনের সহিংসতা দেখা দেয় তাহলে পুরো আজমিরীগঞ্জের সাধারণ মানুষ দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাড়াবে বলে আশ্বাস দেয়া হয়।