হবিগঞ্জ জেলায় দায়িত্বরত অধিনায়ক মেজর ইসরাফ জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মতবিনিময়কালে আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক ডেপুটি ইউনিট কমান্ডার, চেয়ারম্যান ও ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আলী মমিন ও দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক হবিগঞ্জের সার্বিক বিষয়ে অধিনায়ককে অবহিত করেন। বীর মুক্তিযোদ্ধারা সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন। অপরদিকে মেজর ইসরাফ স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা উল্লেখ করে শিক্ষায় পিছিয়ে পড়া হবিগঞ্জকে এগিয়ে নেয়ার আহবান জানান। মেজর ইসরাফ দায়িত্ব পালনকালে জেলার মুক্তিযোদ্ধাদের যেকোন সহযোগিতায় সক্রিয় থাকার অঙ্গীকার করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান চৌধুরী কাজল, কাজী গোলাম মর্তুজা, মোঃ সিরাজ মিয়া, মিয়া মোঃ শাহজাহান, মোহাম্মদ হোসেন প্রমূখ।
তাছাড়া সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে দেশের সার্বিক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভায় দ্বিতীয় মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং প্রত্যাশিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শুভেচ্ছা ও সাফল্য কামনা করা হয়। বিজ্ঞপ্তি