নবীগঞ্জে মতবিনিময় সভায় মেজর তানভীর
উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর নবীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত মেজরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সেনাবাহিনী নবীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত মেজর তানভীর। তিনি বলেন, দেশকে নতুন করে গড়তে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগীতা প্রয়োজন। নবীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগীতা প্রয়োজন। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ীঘর কিংবা প্রতিষ্ঠানে কোন রকম হামলা ও ভাংচুরের চেষ্টা করলে এবং চুরি ডাকাতি ও লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সংঘবদ্ধভাবে কাজ করতে হবে এবং গুজবে কান না দিয়ে সতর্ক থেকে গুজব সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীকে অবগত করার আহবান জানান তিনি।
মতবিনিময় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান চৌধুরী সেফু, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীন দেলোয়ার, উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, জাতীয় পার্টির সাবেক সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম সুমন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা পজীপ কর্মকর্তা মোঃ সাকিল আহমদ, জামায়াতে ইসলামির আমীর এমদাদুল হক, উপজেলা জামাতের সেক্রেটারী মোঃ আশরাফুল ইসলাম, ইমাম সমিতির সেক্রেটারী আবু সালেহ মোঃ মোস্তাকী, জাতীয় পার্টি নেতা মুরাদ আহমদ প্রমূখ।