নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাট উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ দত্ত ৩৯ বছরের কর্মজীবনের শেষে সকলের শ্রদ্ধায় অশ্রুসিক্ত বিদায় নিয়েছেন। অরবিন্দ দত্ত ১৯৯৬ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিভিন্ন স্কুলে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৯ বছর বিভিন্ন স্কুলে দায়িত্ব পালন শেষে অবশেষে নোয়াগাঁও স্কুল থেকে বর্ণাঢ্য শিক্ষকতা পেশার ইতি টানছেন তিনি। এর আগে ১৯৯৬ সালে শিক্ষকতা জীবন শুরু করেন ভোলারজুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে গোলগাঁও ও পরবর্তীতে নোয়াগাঁও। ১৬ জুলাই চাকরি জীবনের শেষ দিনে শিক্ষক, শিক্ষার্থী সহ সকল পেশার লোকজনের ভালোবাসায় বিদায় জানিয়েছেন চাকুরী জীবনের। বিদায় উপলক্ষ্যে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান। শিক্ষক মিহির চন্দ্র নন্দীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: আব্দুস সামাদ। বিদায়ী বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরবিন্দ দত্ত, তার সহধর্মিণী শিক্ষিকা শান্তি রানী চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক জৌতিময় বিশ্বাস, শিক্ষিকা লিপি রানী দেব, শাহিদা আক্তার, শিক্ষিকা ডেইজি আক্তার, সমকাল প্রতিনিধি সাংবাদিক নুর উদ্দিন সুমন, বিদায়ী শিক্ষকের পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অম্লান দত্ত ও মেয়ে জগন্নাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভিাগের ছাত্রী স্পর্শা দত্ত প্রমূখ। বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীকে বিদায় জানাতে হচ্ছে। তিনি বিভিন্ন বিদ্যালয়ে প্রায় দীর্ঘ ৩৯ বছর শিক্ষকতা করেছেন। তিনি ভুলারজুম স্কুলে শিক্ষকতা শুরু করেন। পরে দীর্ঘ ৮ বছর নোয়াগাঁও স্কুলে শিক্ষকতা করেন। সেই বিদ্যালয়ে আজ এ মহান শিক্ষকের শেষ কর্মদিবসে বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তিনি খুবই আকর্ষণীয় ও রঙ্গীন স্কুলে রুপান্তরিত করেছেন। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরবিন্দ দত্তকে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা তার হাতে বিভিন্ন উপহার তুলে দেন।