সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, তরুণদের দক্ষতা ও সম্ভাবনাই আগামীর বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। অথচ আমরা তরুণদের দক্ষ ও যোগ্য করে তুলতে যেরকম পদক্ষেপ নেয়া প্রয়োজন তা অনেকাংশে নিচ্ছি না। একজন শিক্ষার্থী যে বিষয়েই অধ্যয়ন করুক না কেন ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা না থাকলে সে আগামীর বাংলাদেশ ও বিশ্বে নিজের অবস্থান সুসংহত করতে পারবে না। এ প্রেক্ষিতে ইউএনডিপি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও গ্রামীণ ফোনকে ধন্যবাদ জানাই মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ১শ’ শিক্ষার্থীকে এতদসংক্রান্ত কোর্স সম্পন্ন করতে স্কলারশীপ প্রদানের জন্য। ১৪ জুলাই সকাল ১১ টায় প্রফেসর এম হাবিবুর রহমান হলে ইউএনডিপির ‘ফিউচারেশন’ প্রোগ্রামের আওতায় ‘বিজনেস এন্ড সোস্যাল ইংলিশ স্কিলস’ ও ‘ফ্রন্টায়ার টেকনোলজী স্কিলস’ কোর্সের শিক্ষার্থীদের স্কলারশীপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনডিপি বাংলাদেশের ‘ফিউচারেশন’ প্রোগ্রামের টেকনোলজি লিড আমিনুর রশিদের সভাপতিত্বে স্কলারশীপ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোকাল পয়েন্ট ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক সৈয়দ নকীব সাদি ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক সাফওয়ান আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম। বিজ্ঞপ্তি