স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় মিনিবাসের চাপায় লামিয়া আক্তার নামে ৬ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর নতুন বাজার এলাকার শাহাবুদ্দিনের মেয়ে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকা দিয়ে লামিয়া মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখি একটি দ্রুতগামী মিনিবাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের নেওয়ার পথে সে মারা যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ তৈমুর আলম জানান ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com