ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করবেন চেয়ারম্যানরা
লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ভারী বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে, সোনাই নদীর হরিশ্যামা মরারচর এলাকায় বাঁধে বড় ভাঙন দিয়ে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গ্রামীণ রাস্তাঘাটে পানি প্রবেশ করায় কয়েক হাজার মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। মঙ্গলবার প্রায় দিনভর ভারী বর্ষণ হয়। এছাড়া সীমান্তের ওপারেও ভারী বর্ষণ হয়। বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পানির তোড়ে মাধবপুর উপজেলার সোনাই নদীর হরিশ্যামা মরারচর এলাকায় প্রতিরক্ষা বাঁধে মঙ্গলবার রাতে বড় ভাঙন দেখা দেয়। ভাঙন দিয়ে দ্রুত বিস্তীর্ণ এলাকায় পানি ঢুকে পড়ে। এতে হরিশ্যামা, দুর্গাপুর, বারা চান্দুরা, বাকশাইল, আন্দিউড়া, হাড়িয়াসহ বিভিন্ন গ্রামের রাস্তাঘাট জমির ফসল পানিতে নিমজ্জিত হয়ে যায়। অনেক পুকুরে পানি ঢুকে মাছ ভেসে যায়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল সোনাই নদী ভাঙন এলাকা বুধবার সকালে পরিদর্শন করেন। তিনি জানান, দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে স্থানীয় চেয়ারম্যানদের বলা হয়েছে।