স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আর এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, পইল নতুন বাজারের বিসমিল্লাহ ক্লথ স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বিসমিল্লাহ ক্লথ স্টোরের পার্শ্ববর্তী মা-বাবা খাদ্য ভান্ডার, কাজল ইলেকট্রনিক পুড়ে ছাই হয়ে যায়।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। আগুনে ৪টি দোকান পুড়ে কয়েক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com