স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি প্রার্থী ইহ্তেশাম চৌধুরী জিদান-এর উদ্যোগে শহরে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের প্রাণকেন্দ্র টাউন হল এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে অর্ধসহ¯্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন। পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে টাউন হলে এক পথসভায় মিলিত হয়। ইহ্তেশাম চৌধুরী জিদান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ নেতা শাহ মুসা আহমেদ এমরান, জুনেদ মোল্লা, নাবিল হক, হাজী মামুন, ইমরান মিজবাহ, কাজী রাজু, আয়মান রাব্বী, সৌরভ দাস, হাবিব রেজা, সাঈদ কামাল আরিব, গউছ, দেলোয়ার, মারুফ, ইশমাম, নাঈম, আরাফ প্রমূখ।
পৌর ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইহ্তেশাম চৌধুরী জিদান বলেন, শুক্রবার ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর নির্দেশে আমরা শহরে শোভাযাত্রা বের করি। শোভাযাত্রায় অগ্রভাবে নেতৃত্ব দিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন। আমরা শহরের প্রধান সড়কসহ সারা শহর প্রদক্ষিণ করায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ধন্যবাদ জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com