স্টাফ রিপোর্টার ॥ শত শিল্পীর নৃত্যের ছন্দে মুখরিত বর্ষবরণ উৎসব। প্রতিবারের ন্যায় এবারও হবিগঞ্জ বর্ণমালা খেলাঘর আসরের উদ্যোগে গত ১লা বৈশাখ রবিবার শিরিষ তলায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে বর্ষবরণ উৎসব ১৪৩১ পালিত হয়েছে। এবারের বর্ষবরণ উৎসবের অন্যতম আকর্ষণ ছিল প্রবীর শীলের নেতৃত্বে একসাথে শতশিল্পীর নৃত্যের ছন্দে নববর্ষকে বরণ। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও এই আবাহনে একশত শিল্পীর নুপুরের ছন্দে শিরিষ তলার উৎসব আনন্দে হাজার হাজার শিশু নরনারী ছিল আবেগে উদ্বেল।
সকাল সাড়ে ৭টায় বর্ণমালা খেলাঘর আসরের সভাপতি ডা: অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন বি.পি.এম. অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ জাহানারা খাতুন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার বাদল রায়, কবি তাহমিনা বেগম গিনি, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য সুধাংশু সূত্রধর ও খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দিপুল কুমার রায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com