শায়স্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এবং লন্ডন প্রবাসী শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডন লিভারপুল প্রেসক্লাব সভাপতি মোঃ ফখরুল আলম এর বাবার নামে প্রতিষ্ঠিত আলী হোসেন এডুকেশন এন্ড হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহযোগিতায় ঈদ পুর্নমিলনী, ৪১তম বিসিএস ক্যাডারে সুপারিশকৃত ও সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ১২ এপ্রিল সকাল ১০ টায় প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল হাসান রতনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত। প্রধান অতিথি ছিলেন সাবেক নৌ পরিবহন সচিব অশোক মাধব রায়। তিনি তার বক্তবে বলেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকতার পাশাপাশি ঈদ পুর্নমিলনী ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী এবং বিসিএস ক্যাডারে সুপারিশকৃতদের সংবর্ধনা দিয়ে শায়েস্তাগঞ্জকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যুগিয়েছে। এ জন্য তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ও মেহেরপুর জেলার সাবেক জেলা প্রশাসক আজিজুল ইসলাম শামিম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এম শামসুজ্জামান, জেলা পরিষদের সদস্য আব্দুল আজিজ ফরহাদ, নুরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুস সহিদ। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিসিএস প্রশাসনে সারা বাংলাদেশে প্রথম হওয়া শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান শানিরুল ইসলাম শাওন ও সরকারি মেডিকেল কলেজে সারা বাংলাদেশে ২য় হওয়া তাজ্বওয়ার হাসনাত ত্বোহা। বক্তব্য বাহুবল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, ব্যাংক এশিয়া সিলেট জোন ম্যানেজার আব্দুল্লাহ আল মারুফ, পঞ্চাশ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ। শেষে বিসিএস ক্যাডারে ৬ জন এবং সরকারি মেডিকেল কলেজে সুযোগ পাওয়া ৬ জনের হাতে অভিনন্দন স্মারক ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।