ফিটনেসবিহীন গাড়ির চালক ও মালিক পলাতক

স্টাফ রিপোর্টার ॥ ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনায় চুনারুঘাটের এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে। বাহুবল উপজেলার আমতলী চা বাগানের সামনে শ্রীমঙ্গলমুখী পাকা রাস্তা সুফিয়াবাদ, ভাদেশ্বর নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনায় মেয়ের ঠিকানা হলো কবরস্থানে, আর মা হাসপাতালে। দুর্ঘটনায় শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে শিশুটির স্বজনরা দুর্ঘটনার জন্য মেয়াদোত্তীর্ণ লক্করঝক্কর নোহা গাড়ির মালিক ও চালককে দায়ী করছেন। ঘটনার পর থেকেই গাড়িটির চালক চুনারুঘাট গুচ্ছগ্রাম নিবাসী মোঃ ফুল মিয়া এবং গাড়ির মালিক চুনারুঘাট উত্তর বাজার নিবাসী মোঃ জামাল মিয়ার পুত্র মোঃ রিজন মিয়া পলাতক রয়েছেন।
সূত্র জানায়, ঈদের পরে গত ১৩ এপ্রিল দুপুরে চুনারুঘাট উপজেলার বাগবাড়ির আবুদাবি প্রবাসী মিজানুল হকের স্ত্রী ফারহানা আক্তার রুবি (৩০) তার ৫ বছর বয়সী একমাত্র শিশুকন্যা সাদিয়া জান্নাত নিহাকে নিয়ে নোহা (ঢাকা মেট্রো-গ ১৪-৬৫৮৯) গাড়িযোগে শ্রীমঙ্গলে পর্যটন কেন্দ্রে ঘুরতে যান। আমতলী এলাকায় পৌঁছার পর নোহার সামনের চাকা পাংচার হয়ে গেলে চালক লাফ দিয়ে নেমে যায়। এ সময় পাশের ড্রেনের সাথে ধাক্কা লেগে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই শিশু নিহা নিহত হয়। গুরুতর আহত হন মা ফারহানা আক্তার রুবি। তাকে উদ্ধার করে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ এপ্রিল শিশুটির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত মুসল্লী ও গ্রামবাসী ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে ড্রাইভার এবং গাড়ির মালিকের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা।