স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে নাশকতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশী শুরু করেছে পুলিশ। সোমবার দিনভর তল্লাশী করে অর্ধশতাধিক অবৈধ মোটর সাইকেল আটক করা হয়। এর মধ্যে কোনটি ভূয়া নম্বর এবং স্টিকার সংযুক্ত রয়েছে। পরে বেশ কয়েকটি মামলা দেয়া হয়। তবে অনেকেই কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়েছেন বলে জানা গেছে। পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান নিয়মিত চলবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com