স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার স্বজন গ্রামে ধানের খলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত রোকন মিয়া (৫০) মারা গেছেন। হাসপাতালে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত রোকন মিয়া স্বজন গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি মোঃ আবুল খায়ের।
জানা যায়, উপজেলার স্বজন গ্রামের রাজ্জাক মিয়া ও রোকন মিয়ার মধ্যে একটি ধান শুকানোর খলা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ৩১ মার্চ বিকেলে দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রোকন মিয়াসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে আশঙ্কাজনক অবস্থায় রোকন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
লাখাই থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, গত ৩১ মার্চ সংঘর্ষের ঘটনায় রোকন মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com