স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন রোগে আক্রান্ত ৩০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক এস এম খোকন, ফরহাদ আহমদ তুষার প্রমূখ। এছাড়াও বিভিন্ন বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ১৫টি ইউনিয়নের ৬০ জন ভিক্ষুককে পূনর্বাসনের জন্য হাঁস-মুরগী, গবাদি পশু পালনের শর্তে প্রত্যেককে ৪ হাজার করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com