বিশেষ প্রতিনিধি ॥ প্রবাসী বাংলাদেশী তথা বাঙালীদের জীবনযাত্রা ও সংস্কৃতি অঙ্গনের চিত্র তুলে ধরাসহ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ইন্টারন্যাশনাল স্পেশিয়াল ট্রিবিউটে ভূষিত হলেন দৈনিক জনকন্ঠের আমেরিকা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন। মার্কিন যুক্তরাষ্ট্রের গন্ডি পেরিয়ে সরেজমিন তৎসংশ্লিষ্ট পার্শ্ববর্তী রাষ্ট্র কানাডা প্রবাসীদের চিত্র ক্ষুরধার লেখনীর মাধ্যমে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেয়ায় সাংবাদিক তুহিনকে এমন বিরল সম্মাননা প্রদান করে কানাডা ভিত্তিক জনপ্রিয় অডিও এন্ড ভিডিও প্রোডাকশন ‘এআইএ’।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গ রাজ্যের হেমট্টামিক সিটিস্থ আলাদ্দীন রেস্টুরেন্ট এন্ড সুইট মিটে গত ৩১ মার্চ সন্ধ্যায় হবিগঞ্জ সদর সমিতির ইফতার পার্টিতে সাংবাদিক তুহিনের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রিবিউট তুলে দেন অওঅ চৎড়ফঁপঃরড়হ (অঁফরড় ্ ঠরফবড় চৎড়ফঁপঃরড়হ ঈড়সঢ়ধহু) ঙৎ ঐধৎসড়হু ঈঁষঃঁৎধষ জবংবধৎপয ধহফ ঊীপযধহমব ঋড়ৎঁস (হড়ঃ ভড়ৎ ঢ়ৎড়ভরঃ ড়ৎমধহরুধঃরড়হ) বৎ উরৎবপঃড়ৎ মুনতাসির নাসির। এসময় হবিগঞ্জ সদর সমিতি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেয়া সাংবাদিক তুহিনের নিজ জেলা হবিগঞ্জসহ মিশিগানের বসবাসরত বিভিন্ন জেলার প্রবাসী নারী-পুরুষ, কমিউনিটি-ব্যবসায়ী ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিটি কাউন্সিলম্যান উপস্থিত ছিলেন।
বলাবাহুল্য, গত ২ মার্চ কানাডার উইন্ডসর শহরে এআইএ একটি জমকালো মিউজিক্যাল প্রোগাম মিউজিক লাউঞ্জ ‘একলা চল-রে’ আয়োজন করে। এতে জনকন্ঠের আমেরিকা প্রতিনিধি তুহিনকে আমন্ত্রণ জানায় কানাডা ভিত্তিক জনপ্রিয় ওই প্রোডাকশন হাউজ। ওই অনুষ্ঠানে সাংবাদিক তুহিনকে সম্মাননা দেয়ার ঘোষণা দেয় এআইএ। কিন্তু অনিবার্য কারণে তুহিনের হাতে ট্রিবিউট তুলে দিতে না পারায় ডাইরেক্টর মুনতাসীর নাসিরের নেতৃত্বে এআইএ টিম ওই দিন মিশিগানে তা আনুষ্ঠানিকভাবে তুলে দেয়।
সাংবাদিক তুহিন ইতিপূর্বে সততা, সাহস, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এবং জনপ্রতিনিধি ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি-বেসরকারী, সামাজিক-রাজনৈতিক পর্যায় থেকে একাধিকবার বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com