স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে তাঁর কার্যালয়ে আলেয়া আক্তারসহ ৫ জনকে শপথ পাঠ করান।
সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার বলেন, আলহামদুলিল্লাহ। হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দায়িত্ব পালনের শপথ নিলাম। পবিত্র দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা, দোয়া এবং আশির্বাদ কামনা করছি।
প্রসঙ্গত, গত ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার আনারস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com