স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর এলাকায় পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা ও গাঁজা পাচার কাজে ব্যবহৃত সিএনজিসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃরা হলো- নাসিরনগর উপজেলা সদরের টেকানগর গ্রামের মোহাম্মদ নূর হোসেন পাঠানের ছেলে মোহাম্মদ মান্নান পাঠান (২৮) ও বলাকোট গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে মামুন মিয়া (২৬)।
পুলিশ জানায়- বুধবার রাতে থানার একটি টহল দল গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা সহ তাদের গ্রেফতার করে। এ সময় গাঁজা পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
মাধবপুর থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম খান জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com