মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর-মনতলা আঞ্চলিক সড়কের মৌজপুর সাহেব বাড়ি এলাকায় বেপরোয়া গতির অটোরিক্সা চাপায় সাইফুল ইসলাম (৭) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের মোঃ মারুফ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উল্লেখিত এলাকা দিয়ে সাইফুল তার মায়ের হাত ধরে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় একটি বেপরোয়া গতির অটোরিক্সা তাকে চাপা দিলে সে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান- লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com