এমপি মোঃ আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা
স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার কান্দিগাঁও গ্রামে রাস্তা নির্মাণ করে দিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল প্রধান অতিথি হিসেবে এ রাস্তার উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির কান্দিগাঁও গ্রামের এ রাস্তাটি নির্মাণ করে দিয়েছেন। এতে আশপাশের এলাকার কয়েক হাজার মানুষের চলাচলে দুর্ভোগ লাঘব হল।
গতকাল রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কান্দিগাঁও গ্রামে রাস্তা নির্মাণসহ এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকা- করায় এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জামাল সর্দারের সভাপতিত্বে ও ইউপি সদস্য মধু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আউয়াল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ।