স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁওয়ে গরু চুরির ঘটনায় আটক ২ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর থানার এসআই হেমায়েত আলী আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন। আটককৃতরা হলো- বনগাঁও গ্রামের ইসলাম মিয়া ও রহমান মিয়া।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানা পুলিশ গরু চুরির ঘটনায় উপরোল্লিখিত দুই জনকে আটক করে। এ সময় তাদের কথামতো শায়েস্তাগঞ্জ থেকে একটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com