স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান বাইপাস এলাকায় হাজী সিরাজুল ইসলাম (৮০) নামে এক বৃদ্ধ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই এলাকার হিরণ মিয়ার সাথে সিরাজুল ইসলামের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল প্রতিপক্ষের লোকজন বিরোধীয় জায়গা দখল করতে যায়। বিষয়টি নিয়ে তিনি সদর থানায় অভিযোগ দিলে সদর থানার এসআই আজাদ আহমেদ ঘটনার তদন্তে যান। এদিকে থানায় অভিযোগ দেয়ায় প্রতিপক্ষের লোকজন সিরাজুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে রাত প্রায় ৮ টার দিকে তার উপর হামলার ঘটনা ঘটে। এসময় পুলিশ হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
পুলিশ জানায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তদের ধরতে পুলিশ সক্রিয় ভূমিখা রাখবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com