স্টাফ রিপোর্টার ॥ বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন এর বড় ভাই অ্যাডভোকেট আহমদুল হাসান কামাল গতকাল শুক্রবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ শনিবার বাদ আছর বানিয়াচং কামালখানি গ্রামের হাসান মঞ্জিলে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অ্যাডভোকেট আহমদুল হাসান কামাল তার পিতা তৈয়বুল হাসান এর দ্বিতীয় পুত্র সন্তান। তিনি ১৯৪৬ সালের ২৪ এপ্রিল কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর গ্রামে নানার বাড়িতে (খয়েরপুর হাবিলী) জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন (এসএসসি) পরীক্ষা পাস করে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে ভর্তি হন। পরবর্তী সময়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর সেন্ট্রাল ল কলেজ ঢাকা থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকায় অ্যাডভোকেট হিসেবে দীর্ঘদিন প্র্যাকটিস করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অবসর জীবনযাপন করেন। তিনি বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। ১৯৭৮-৮৭ সাল পর্যন্ত হবিগঞ্জ জেলা থেকে ঢাকা কেন্দ্রীয় রেডক্রিসেন্ট সোসাইটির ডেলিগেট (প্রতিনিধি) ছিলেন। তিনি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির সেক্রেটারি ছিলেন ১৯৮৫ থেকে ৮৭ সাল পর্যন্ত। তিনি বিয়ে করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের (মিয়া বাড়ি) মোখলেছুর রহমান (লেচু মিয়া) এর মেয়ে কোহিনুর বেগমকে।