সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে এপেক্স ক্লাব অফ হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি এর উদ্যোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ও এপেক্স ক্লাব অফ হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি’র প্রেসিডেন্ট হালিমা খাতুনের সভাপতিত্বে এবং এপেক্স ক্লাব অফ হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি’র সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন ভূইয়ার পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাব অফ হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি সাবেক সভাপতি ও শায়েস্তাগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, এপেক্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ ট্রেজারের মোঃ কুতুব উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ সার্ভিস ডিরেক্টর মাধব চন্দ্র রায়, সার্ভিস এন্ড আর্মস ডিরেক্টর শেখ সাইদুর রহমান, গোলাম কিবরিয়া সেলিম মেম্বার, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও অত্র বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর। শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ৮ম শ্রেণির অন্ত বিশ্বাস, ফারজানা আক্তার জিনিয়া, ৭ম শ্রেণির মেঘলা আক্তার রাফি, ৯ম শ্রেণির তানজিনা আক্তার, ১০ম শ্রেণির অন্নপূর্ণা রানী শীল, মোছাঃ শারমিন আক্তার এর হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।