আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জে মাধবপুর উপজেলার গেইটঘর শাহপুর বাজার এলাকার নতুন স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল বলেন, অবৈধ দখলদারকে নোটিশ দেয়ার পরও স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে। এ কারণে গেইটঘর শাহপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। অভিযানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com