স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা প্রায় ২ টায় ডিবির ওসি মোঃ নুুরুল হক মামুনের নির্দেশে এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ হক ফিলিং স্টেশন এলাকা থেকে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের সফিকুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী ইমদাদুল হক দিপ্ত (২৪) ও কাজী নানু মিয়ার পুত্র কাজী মুহিবুর রহমান আকাশকে (২২) আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও নগদ ৫১০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। এ ব্যাপারে এসআই সোহেল রানা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com