হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভা। ইউএসএআইডি’র লোকাল হেলথ সিস্টেম সাসটেইনেবিলিটি প্রকল্প ও এবস্ এসোসিয়েটসের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আতাউর রহমান সেলিম সভায় সভাপতিত্ব করেন। মেয়র বলেন, সাধারণ জনগণের প্রাথমিক সেবা নিশ্চিতকরণে পৌরসভার দায়বদ্ধতা থেকেই আমরা পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছি। এই কেন্দ্র প্রতিষ্ঠার সুনাম ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমার চাই জনগণ এই কেন্দ্রের সেবা গ্রহন করুক। সাথে সাথে আমরা আরো প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। তিনি এ ব্যাপারে লোকাল হেলথ সিস্টেম সাসটেইনেবিলিটি প্রকল্পের কর্মকর্তাদের প্রচেষ্টার ভূয়শী প্রশংসা করেন। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, প্রিয়াংকা সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, ইউএসএআইডি’র সিলেট রিজিওনের কোঅর্ডিনেটর মোঃ আব্দুল মতিন প্রমূখ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com