জেলা প্রশাসক জিলুফা সুলতানা বললেন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জকে ফ্লাওয়ারস ভ্যালী-ফ্রুটস ভ্যালী হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে জেলা প্রশাসন হবিগঞ্জের উদ্যোগে পৌর এলাকার পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে পৌরসভাসমূহের কর্মপরিকল্পনা পর্যালোচনা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীলকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমানের পরিচালনায় এতে অংশ নেন জেলার ৬টি পৌরসভার সকল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, হবিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিডি ক্লিনের সদস্যরা।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াংকা পাল, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এফ আহমেদ অলি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, হবিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী জাবেদ ইকবাল চৌধুরী, বিডি ক্লিনের সদস্য ও সিভিল সার্জনের প্রতিনিধি।
সভায় বক্তারা জেলার ৬টি পৌর এলাকার জলাবদ্ধতা দূরীকরণ, যানজট নিরসন ও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন যানজট, জলাবদ্ধতা নিরসন ও ময়লা আর্বজনা দূরীকরণের সকল নাগরিকদের সচেতন করার উপর গুরুত্বারোপ করেন। নাগরিকরা একটু সচেতনতা অবলম্বন করে রাস্তায় বা ড্রেনে ময়লা না ফেললে অর্ধেক জলাবদ্ধতা কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জিলুফা সুলতানা সকলের সহযোগিতা নিয়ে হবিগঞ্জের প্রতিটি পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। একই সাথে জেলার প্রতিটি ইউনিয়নেও এই সেবাগুলো নিশ্চিত করার ঘোষণা দেন। তিনি বলেন, হবিগঞ্জ জেলা একদিন ফ্লাওয়ারস ভ্যালী-ফ্রুটসভ্যালীতে রূপান্তরিত হবে। সেইদিন আর বেশি দূরে নয়।