স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুরে বিভিন্ন মাজার ও ভাঙ্গারী দোকানে বাউল গানের আসর বসছে প্রতিনিয়ত। আর এসব আসরে উঠতি বয়সি যুবকরা নারী শিল্পীদের ছোঁয়া পেতে গানের তালে তালে টাকা বিলিয়ে দিচ্ছে। বাউল গান দেখতে এসে অনেকের সিএনজি, টমটম চুরি হচ্ছে। তারপরও তাদের বাউল গান থেমে নেই। প্রতিরাতেই এসব বাউল গানের আসরে জুয়ার আসরও চলে। যদিও মাঝে মাঝে পুলিশ অভিযান চালিয়ে গান প- করে দেয়। কিন্তু পুলিশ চলে গেলেই গান শুরু হয়। গতকাল রাতে মিরপুর পেট্রোল পাম্প এলাকায় একটি আস্তানায় বাউল গান ও মাদকের আসর বসে। এলাকাবাসীর বাঁধায় তা কিছু সময় বন্ধ থাকলেও গভীর রাতে পুনরায় চালু হয়।
এদিকে আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলায় বাউল গান চলবে না মর্মে সিদ্ধান্ত হয়। এক শ্রেণির মাজার কমিটির লোকজন নানা কৌশলে গানের আসর বসায়।