মাধবপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা মাধবপুরের মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ দূষণ, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণসহ মাধবপুরকে সুন্দর রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, ওসি রকিবুল ইসলাম খাঁন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ফারুখ আহমেদ পারুল, মীর খুরশেদ আলম, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাংবাদিক আয়ুব খাঁন, সাংবাদিক এরশাদ আলী, আজিজুর রহমান জয় প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com