তাহমিনা বেগম গিনি
বয়স হয়েছে বেশ। যে কোনো সময় ডাক আসতে পারে। যাবার জন্য মোটামুটি প্রস্তুত কিন্তু চিন্তা, কষ্ট যাই বলি না কেন ভাবনা একটাই আমি আগে চলে গেলে সে কিভাবে থাকবে? থাকতে পারবে হয়তো। কিন্তু সে যদি আমার আগে চলে যায় আমি মনে হয় একটি দিন ও বাচবো না। সে বিহীন আমি কিছুই না। এর নামই ভালবাসা, প্রেম, শ্রদ্ধা, নির্ভরশীলতা, আত্মবিশ^াস। এখন পত্রিকায় বেশী লিখিনা, কিন্তু আজ ভালবাসা দিবসে মনে হলো নিজের ভালবাসার কথাই লিখি। যদিও বাংলাদেশের অনেকেই জানেন। রবীন্দ্রনাথ বলেছেন- “সখি ভালবাসা কারে কয়”। কাজী নজরুল ইসলাম বলেছেন- “আমার ছবি বুকে বেঁধে, পাগল হয়ে কেঁদে কেঁদে, ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি, সেদিন আমায় খুঁজবে”। আরো কত অগণিত কবি ভালবাসাকে কতভাবে বর্ণনা করেছেন। কিন্তু বর্তমানে ভালবাসা যেমন ডিজিটাল, তেমনি স্মার্ট। নবম শ্রেণীতে পড়া থেকে অনার্স প্রথম বর্ষ পর্যন্ত প্রেম করেছি কিন্তু কেউ কাউকে দেখিনি। তখন মোবাইল ফোন ছিল না। আমাদের বাসায় টেলিফোন ছিল কিন্তু তার ছিলনা অতএব কণ্ঠ ও শুনিনি। পিয়ন ভাই ছিলেন আমাদের একমাত্র ভরসা। তার উপর আমার বাবা সব চিঠি সেন্সর করতেন। আজকালকার মত গোলাপ, গাঁদা আরো কত ফুলের দোকান ও ছিলনা। তবে আমাদের বাসায় নানান ফুলের বড় এক বাগান ছিল।
আমাকে দেখতে দুইবার ঢাকা বিশ^বিদ্যালয়ে গিয়েছেন। বান্ধবীবৃন্দসহ দেখা করেছি। কোনো হোটেল, রেস্তোরাঁয়, সিনেমাহলে দুজন সময় কাটাইনি কখনো। কখন যে ভালবাসা এত মজবুত হয়ে গেলো, কেমন করে হলো বুঝতেই পারলাম না। তাই তো আমার আব্বা যিনি আমার কাছে খুব প্রিয় ছিলেন তাকে বলেছিলাম “ওকে ছাড়া বিয়ে করবোনা।” আজো মনে পড়ে আব্বা বলেছিলেন, কোনদিন গ্রামে থাকিসনি ও গ্রামের ছেলে। খুবই সত্য যা পরবর্তী জীবনে আমি বুঝেছি পদে পদে। কিন্তু ভালবাসাই সব শক্তি যুগিয়েছে। এম.এ পরীক্ষার পর পরই বিয়ে হয় দুই পরিবারের সম্মতিতে। এখনও চলছি। এবার বিয়ের পঞ্চাশ বৎসর হবে। এখন খুব জানতে ইচ্ছে করে ভালবাসা দিনের প্রেমিক, প্রেমিকার ভালবাসা কি একদিনের জন্য? ফুল বিনিময়, হাত ধরাধরি করা চলা, গোপন স্থানে সঙ্গপোনে হৃদয় বিনিময়, সঙ্গে অন্য কিছু বিনিময় করেন? আসলে ভালবাসা অনেক মূল্যবান-সেটা হতে পারে মা, বাবা, ভাই, বোন, বন্ধু, ছেলে, মেয়ে যে কারো সাথে। ভালবাসা ছাড়া পরিবার টেকেনা – যার প্রমাণ আজও পত্রিকায় এসেছে বিয়ের থেকে তালাকের হার বেশী। তাই নিজেদের ভালবাসা দিয়েই পরিবার গড়তে হয়। কখনো শিক্ষিত সন্তানেরা বুঝতে চায়না তাই মা, বাবা একলা থাকেন অথবা বৃদ্ধাশ্রমে। কিন্তু ভালবাসা দিবসে সবাইকে ভালবাসুন। পরিবার নিয়ে সময় কাটান। আমরা দুজন কোনদিন ভালবাসা দিবস পালন করিনা কারণ ভালবাসা কি একদিনের? ভালাবাসা সারা জনমের। সেটা যে সর্ম্পকেরই হোক না কেন। যে বা যারা বোঝেনা তারা ভেঙ্গে ফেলে কিন্তু পরবর্তীতে কি খুব ভালবাসাময় জীবন পায়? তাই বলি ভালবাসুন প্রাণ খুলে একদিন নয় প্রতিদিন। আমরা দুজন এখনো একই রকম আছি শুধু বয়স বেড়ে চলেছে। তাই পাঠকদের কাছে অনুরোধ রইল আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি।