নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, ‘বই মেলা আমাদের ভাষার ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বই আমাদের পরম বন্ধু। একুশের চেতনাকে ধারণ করে বাংলা ভাষার অনুশীলন বাড়াতে হবে।’ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘অমর একুশে বইমেলা-২০২৪’ সফল করতে মতবিনিময় সভায় আজ ০৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় নবীগঞ্জ পৌরসভার সভাকক্ষে পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি সভার শুরুতে উপস্থিত সকলকে তাদের মূল্যবান মতামত প্রদানের জন্য আহ্বান জানান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি লিডার প্রফেসর আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন ‘অমর একুশে বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ। পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ’র সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এমএ আহমদ আজাদ, প্রধান শিক্ষক ও গীতিকার আলী আমজাদ মিলন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নবীগঞ্জ উপজেলা সভাপতি শামীম আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, ইসলামী সাহিত্য পরিষদের সভাপতি কাজী এম হাসান আলী, কবি ও প্রধান শিক্ষক এম এ ওয়াহিদ লাভলু, প্রধান শিক্ষক স্বপ্না দাশ সামন্ত, প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, কবি মাওলানা আব্দুল রকিব হক্কানী, আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্টাচার্য দেবুল, ছড়াকার এসএম সাজ্জাদ, কবি আসাদ ইকবাল সুমন প্রমুখ। সভায় আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি নবীগঞ্জ পৌরসভা কর্তৃক অমর একুশে বই মেলা সফল ও সার্থক করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি সর্বসম্মতিক্রমে গঠন এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com