স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকায় সরকারি কোয়ার্টারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। নিমিষেই কোয়ার্টারের বাসিন্দা শাহজাহান মিয়ার বাসাসহ কয়েকটি বাসার সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভাতে গিয়ে তাড়াহুড়ো করার সময় ৫ জন আহত হয়। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ছাড়া খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com