সংসদে কেয়া চৌধুরীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মল হক
নূরুল ইসলাম মনি ॥ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনগুলোতে বয়স্ক বীর মুক্তিযোদ্ধাদের উঠা-নামার সুবিধার্থে অল্প সময়ের মধ্যেই ক্যাপসুল লিফ্ট স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব চলাকালে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বিষয়টি নিশ্চিত করেছেন। বিকাল পৌণে ৫টায় স্পীকার শিরীন শারমিন চৌধুরী এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদের ১ম অধিবেশনে দিনের কর্মসূচি শুরু হয়। শুরুতেই প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর পর্বে সংসদ সদস্য শাহজাহান খান (মাদারীপুর-২) এর পক্ষে সংসদ সদস্য সাজ্জাদুল হাসান (নেত্রকোনা-৪) ‘তারকা চিহ্নিত প্রশ্ন ৭৩’ জাতীয় সংসদের উত্থাপন করেন। এ বিষয়ে আলোচনাকালে সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। দেশের প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের একক কৃতিত্ব আওয়ামী লীগ সরকারের উল্লেখ করে তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকার নবীগঞ্জ ও বাহুবল উপজেলাসহ দেশের সকল মুক্তিযোদ্ধা ভবনগুলোতে বয়স্ক বীর মুক্তিযোদ্ধাগণের উঠা-নামার সুবিধার্থে লিফট স্থাপনে সরকারের পরিকল্পনা আছে কী না- বিষয়টি আপনার (স্পীকার) মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই।” জবাবে মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেন, “মাননীয় সংসদ সদস্য যথার্থ বলেছেন, এ ব্যাপারে তিনি আমার সাথে ব্যক্তিগত আলোচনাও করেছেন। আমরা মন্ত্রণালয়ে এ বিষয়ে আলোচনা করেছি। মন্ত্রণালয় নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে অচিরেই এ লিফট লাগানো হবে। প্রকল্প তৈরি হয়েছে, আশা করছি অল্প সময়ের মধ্যে ক্যাপসুল লিফট স্থাপন করা সম্ভব হবে।