স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে তিনজনকে ১০ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার মীরনগর গ্রামে কাছম আলী ছেলে আবুল কালাম (৪০), মীরনগর গ্রামে আব্দুর রাজ্জাক ছেলে মোঃ ছরুক মিয়া (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে রফিক মিয়া ছেলে বিল্লাল মিয়া (৪৫)।
সূত্র জানায়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব উপজেলার বাঘাসুরা এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি হতে বালু মাটি উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদেরকে দশ দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com